
ঠাকুরগাঁও প্রতিনিধি: কনকনে শীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে ১ হাজার শীতবন্ত্র বিতরণ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।
এদিকে প্রচন্ড শীতে কম্বল পেয়ে খুশি শীতার্তরা।
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।