1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন বালিয়াকান্দির মাহবুবুর রহমান খান তারেক রহমানের কাছে দুঃখ-দুর্দশা তুলে ধরলেন রিকশা চালকরা ‘নবম পে স্কেল বাস্তবায়নে কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় সরকার’

উপজেলা চেয়ারম্যান টিটো’কে দেখতে চায় উপজেলাবাসী

মোঃ সুজন আলী
  • সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২১ জন পড়েছেন
19

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদের রেষ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফার উপজেলা নির্বাচন। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে ঠাকুরগাঁও উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌড় ঝাপ শুরু করেছেন। তবে এবারো সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে অ্যাড.অরুনাংশু দত্ত টিটোকে দেখতে চায় উপজেলাবাসী।

Thank you for reading this post, don't forget to subscribe!

সারেজমিনে গিয়ে দেখা যায়, চায়ের দোকান,পাড়া মহল্লা,মাঠঘাট,হাটবাজার সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে উপজেলা নির্বাচন নিয়ে সরগরম আলোচনা। তবে তরুণ এই নেতা হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান টিটো দত্ত ইতিমধ্যে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

যানা যায়,২০১৯ সালের ৮মে ঠাকুরগাঁও সদর উপজেলার দ্বায়িত্ব গ্রহন করেন অ্যাড.অরুনাংশু দত্ত টিটো। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদেও রয়েছেন। উপজেলা পরিষদের দ্বায়িত্ব পাওয়ার পর থেকে দূর্নীতি মুক্ত করা সহ সাধারণ মানুষের আপদে বিপদে সব সময় পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। প্রতিটি সময় তৃনমুল পর্যায়ে কথা বলছেন। সাধারণ মানুষের চিকিৎসার খরচ,মহিলাদের জন্য সেলাই মেশিন সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন টিটো দত্ত।

সদর উপজেলার বাসিন্দা জহিরুল, আব্দুর রাজ্জাক সহ বেশ কয়েকজন বলেন, এর আগের অনেকে ছিলেন উপজেলা চেয়ারম্যান তবে টিটো দত্তের মতো কাউকে দেখিনাই। তিনি মানুষের সাথে মিশে থাকেন। যখনি কোন মানুষ সাহায্যের জন্য যাইতো তিনি ফিরিয়ে দিতেন নাহ। শুধু তার উপজেলা পরিষদে নাহ আমরা দেখেছি তিনি তার বাসার অফিসেও সব সময় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করে গেছেন। তিনি সাদা মনের মানুষ তাই সদর উপজেলা বাসি আবারও তাকেই চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চাই।

আসন্ন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হবেন কিনা জানতে চাইলে, অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো বলেন, আমি দীর্ঘদিন ধরেই রাজনীতির সাথে যুক্ত। আমার রাজনীতি মূলত জনগণকে নিয়ে। আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে উপজেলার চেয়ারে বসে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আর ভোটাররা চাইলে জনসাধারণের ভালোবাসায় আমি এবারও প্রার্থী হবার বিষয়ে শতভাগ আশাবাদী। আমি জনগণের সেবার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে চাই সারাজীবন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page