নিজস্ব প্রতিবেদকঃ
একুশ আমাদের বাঙালি জাতির মূল ভিত্তি যেখান থেকে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সূত্রপাত। ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা এই সংগ্রাম শুরু করেছিলাম তারপর সেই আন্দোলন স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হয়। তারপর ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নেতৃত্বে একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সদ্যস্বাধীন হওয়া দেশে যখন বঙ্গবন্ধু ফিরে আসলেন তখন স্বাধীনতা সপক্ষের লোকদের সাথে স্বাধীনতাবিরোধী লোকদের মাঝে বিরোধ সৃষ্টি হলো। আবার শুরু হলো ষড়যন্ত্র। এই স্বাধীনতা শক্তির পক্ষের লোকদের মাঝে বিভেদ সৃষ্টি করে এই ষড়যন্ত্র করা হলো। সেই ষড়যন্ত্রকে রুখতে আমরা দীর্ঘ ২৫ বছর স্বাধীনতা সংগ্রাম করেছিলাম ঠিক দেশটি স্বাধীন হওয়ার পরে সেই ষড়যন্ত্র আবার শুরু হলো এবং মাত্র সাড়ে তিন বছরের মাথায় আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো। জাতীয় ৪ নেতাকে হত্যা করা হলো। যুদ্ধের সময় সেই রাজাকারদের ফের পুনর্বাসন করা হলো। কিন্তু যতই ষড়যন্ত্র করা হোক না কেন এর একটা শেষ আছে। দীর্ঘ ২৩ বছর পর আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসলাম এবং দেশে ভাগ্যোন্নয়ন ফের শুরু হলো। কিন্তু দুর্ভাগ্যবশত আবার ষড়যন্ত্র শুরু হলো ২০০১ সালে এবং এর ফলে আমরা ক্ষমতায় আসতে পারলাম না। এরপর ২০০৪ সালে আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে সময় হত্যা করার চেষ্টা হয়েছিল। এরপর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের নেত্রী সাথে কি করা হয়েছিল তা সবাই জানে। এরপর ২০০৮ সালের ডিসেম্বর মাসে আমরা নিরঙ্কুস জয়ের মাধ্যমে ফের সরকার গঠন করতে সক্ষম হয়। এরপর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ কোথায় গিয়েছে যা আজ সারা বিশ্ব অবাক হয়ে দেখেছে। সরকার আজ সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছে। বিগত বছরে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
Leave a Reply