শাহিনুর রহমান সোনা, রাজশাহী: মঙ্গল শোভাযাত্রা আর বাঙালি সংস্কৃতির ঐতিহ্য নানা রকমের নাচ-গান আর রঙবেরঙের পোশাক পরে সরকারি ও বেসরকারি উদ্যোগে রাজশাহীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ও বর্ষবরণ-১৪৩১।
রবিবার উত্তরবঙ্গের নৃত্য শিল্পের জনক সংগঠন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর আয়োজনে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নগরীর কুমারপাড়া রবীন্দ্র নজরুল মঞ্চে সকাল ৭টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বাঙালী ঐতিহ্যের বিভিন্ন নাচ ও গানে মেতে ওঠেন।
আয়োজক সংগঠন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নৃত্যগুরু হাসিব পান্নার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের এডিশনাল ডিআইজি (রাজশাহী রেঞ্জ) বিজয় বসাক, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।
এসময় নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী-সহ স্পন্দন নৃত্যায়লয় , নৃবাগী সংগীত শিল্পী গোষ্ঠী ও বনলতা সংগীত একাডেমীর শিল্পীরা মনোমুগ্ধকর গান ও নাচ পরিবেশন করেন।
Like this:
Like Loading...
Leave a Reply