
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে নাইট ক্রিকেট টুর্ণামেন্টে দিয়াড় বাঘইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান “ডিবিকেএসপি” চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারায় “মরহুম ডা. আব্দুল হামিদ খান স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!বাবুলচারা ইয়াংস্টার ক্লাব আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলাটিতে দাশুড়িয়া সেন ব্রাদার্স বনাম দিয়াড় বাঘইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (𝗗.𝗕.𝗞.𝗦.𝗣) অংশ নেয়। এতে ডিবিকেএসপি চ্যাম্পিয়ন এবং সেন ব্রাদার্স রানারআপ হন।
ফাইনাল খেলায় সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ উমেদ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সদস্য মোঃ তৌফিকুজ্জামান রতন মহলদার।
প্রধান অতিথি এসময় চ্যাম্পিয়ন ডিবিকেএসপি’র সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম সহ খেলোয়াড়বৃন্দের হাতে টুর্ণামেন্টের প্রাইজমানি নগদ ২০.০০০/- (বিশ হাজার) টাকা ও চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন।
খেলাটিতে টসে জিতে 𝗗.𝗕.𝗞.𝗦.𝗣 ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। দশ ওভারে সেন ব্রাদার্স সবকয়টি উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে জবাবে চার বল হাতে রেখেই 𝗗.𝗕.𝗞.𝗦.𝗣 জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
উল্লেখ্য, টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে, ফাইনাল খেলাটি উপভোগ করতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।