
সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রওশনুল হক তুষার ‘ঘোড়া’ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৫নং বালিয়া ইউনিয়নের ভূল্লী বাজারে ‘ঘোড়া’ প্রতীকের কার্যালয়ের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী রওশনুল হক তুষার।
বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কোবাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অফিস কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ প্রার্থী রওশনুল হক তুষার, অবসরপ্রাপ্ত শিক্ষক সহরাফ, ব্যবসায়ী শাহা আলী, মহিদুল ইসলাম প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান প্রার্থী রওশনুল হক তুষার বলেন, আপনাদের তুষার আপনাদের কাছে দোয়া চাইতে এসেছে, ভোট চাইতে আসিনি। আপনাদের আমানত রক্ষার সর্বোচ্চ চেষ্ঠা করবো। যোগ্য মনে করলে ও আপনাদের সেবা করে থাকলে বিবেচনা করে দায়িত্ব পালনের সুযোগ দেবেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া মাধ্যমে অফিসের কার্যক্রম শুরু করেন । আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ নির্বাচিত করার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।