
সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ১৪নং রাজাগাঁও পরিষদ এর চারবারের সাবেক সফল, স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ ইউ.পি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার ‘মটর সাইকেল’ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৫নং বালিয়া ইউনিয়নের ভূল্লী বাজার বটতলাতে ‘মটর সাইকেল’ প্রতীকের কার্যালয়ের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী মোশারুল ইসলাম সরকার।

বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জবায়দুর রহমানের সভাপতিত্বে ও বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত অফিস কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ প্রার্থী মোশারুল ইসলাম সরকার, দেবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সালান্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাহিয়ান জনি, ভূল্লী হাজী সংগঠনের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল, দেবীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু সরকার, বালিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান বিল্টু, ইউপি সদস্য কালাচাঁন শেখ, বালিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুলজার আলম প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া মাধ্যমে অফিসের কার্যক্রম শুরু করেন । আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ নির্বাচিত করার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।