
সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূল্লীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস ২০২৪ পালিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (০১ মে) সকাল সাড়ে ৯ টায় ভূল্লী থানার বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি র্যালি বের করে ভূল্লীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন আজ।
শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অধ্যক্ষ জুলফিকার আলী, ঠাকুরগাঁও জেলা মটর শ্রমিক ইউনিয়ন ভূল্লী শাখার সভাপতি দুলাল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ঠাকুরগাঁও জেলার ট্রাক ট্যাংকলরি কাভার ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন ভূল্লী শাখার সভাপতি তহিদুল চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মাণ ও কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ভূল্লী থানা শাখার সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় শ্রমিক নেতারা, সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন আলোচনা করেন।