
ঠাকুরগাঁও প্রতিনিধি \ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। পাকিস্তানিদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছিল। ভেবেছিলাম দেশটাতে শান্তি থাকবে,অন্যায় অত্যাচার থাকবেনা,আমি আমার কথা বলতে পাড়বো। কিন্তু আওয়ামীলীগ দেশের মানুষের সাথে গাদ্দারী করেছে, তারা বিশ্বাস ঘাতক, দেশদ্রোহী।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ডাকবালো মাঠে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচার দাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন,আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই আন্দোলনকারীদের উপরে হামলা করার ফলে আজ সারা দেশে কতো ছাত্রসমাজের অঙ্গহানি হয়েছে,কারো চোখ চলে গেছে,মানুষ মারা গেছে এসবের জবাব হাসিনাকেই দিতে হবে।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওরায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,তত্বাবধায় সরকার যেভাবে কাজ করছেন তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। তিনি(তত্বাবধায় সরকার) বিগত সরকারের জঞ্জাল পরিষ্কার করেছেন। এসময় তিনি নির্বাচনী মাঠে এসে ওবায়দুল কাদেরকে খেলার আহব্বান করেন।