1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন বালিয়াকান্দির মাহবুবুর রহমান খান তারেক রহমানের কাছে দুঃখ-দুর্দশা তুলে ধরলেন রিকশা চালকরা ‘নবম পে স্কেল বাস্তবায়নে কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় সরকার’

রাজশাহীতে ১০ দফা দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ জন পড়েছেন
oplus_0
19
“বিগত কোরাম হটাও, রাজশাহী ক্রিকেট বাঁচায়” স্লোগানে রাজশাহীতে ১০ দফা দাবি নিয়ে ‘রাজশাহী বিভাগীয় বঞ্চিত খেলায়াড় ও কোচবৃন্দ”র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর)  বিকাল সাড়ে ৪টায় রাজশাহী শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে ক্রিকেট খেলোয়ার, কোচ ও ক্রীড়া সংগঠকরা সরকারের কাছে ১০ দফা দাবি জানান। দাবিগুলো হচ্ছে
১). বিগত ১৫ বছরের পুরাতন কোরামের সকল সদস্য বাদ দিয়ে নতুন সচ্ছ কমিটি গঠন। ২).  কমিটির মেয়াদ সর্বোচ্চ ৩ বছর হতে হবে। ৩). জেলা ও বিভাগ টিম শুধুমাত্র পারফরম্যান্সের ভিত্তিতে গঠন করতে হবে। ৪). প্রতি বছর বিভাগীয় টিমে অন্তত ২টি করে নতুন খেলোয়াড় জেলাগুলো থেকে পারফরম্যান্সের ভিত্তিতে নিতে হবে। ৫). ন্যাশনাল টিম ব্যাতিত ১ জন খেলোয়াড় সর্বোচ্চ পারফরম্যান্সের ভিত্তিতে ১৫ বছর টিমে থাকতে পারবে। ৬). জবাবদিহিতা ভিত্তিক সিলেক্টর টিম ,কোচ এবং ক্যাপ্টেন নির্বাচন করবেন। ৭). সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন ব্যাতীত টিম গঠনে অন্যকেও  হস্তক্ষেপ করবে  পারবেনা। ৮). উপরোক্ত ব্যাক্তিবর্গের টিম নির্বাচনে পারফরম্যান্স ব্যাতীত আত্বীয়করণ গ্রহণযোগ্য হবে না।
৯). বিভাগীয় টিমে নিজস্ব বিভাগ হতে যোগ্য কোচ ও ম্যানেজার নিয়োগ করতে হবে। ১০). অনূর্ধ ১৪ হতে অনূর্ধ ১৮ সহ জেলা ও বিভাগের দুর্নীতিমুক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
এসময় প্রধান সমন্বয়ক ক্রিকেট প্লেয়ার কামরান হাফিজ ডিকি, প্লেয়ার নাইম ইসলাম জুনিয়র, শষী, সাজু মালিক, কোচ জামিলুর রহমান সাদ, টরে, সাকলাইন সজীব, অভিষেক মিত্র, রমজান আলি,রইজ উদ্দিন বাবু, সাইফুল আজিজ সাজু ,আব্দুল গাফফার রনি, হৃদয়, নাহিদ, মার্শাল , কানন, তুহিন, তমাল, মিন্টু, রাজীব, তুষার , কিসলু, বেবী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page