
সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতে বিচারক রহিমা খাতুন তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন৷ সকাল ১১ টার দিকে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন৷
পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামী করে ২৮ জনের নাম উল্লেখ্য করে আদালতে একটি মামলা দায়ের করে। সেই মামলায় সাবেক এই এমপিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুন্জ এলাকা হতে গ্রেফতার হয় আলহাজ্জ দবিরুল ইসলামের ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন।
উল্লেখ্য যে, দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা ৭ বার এমপি নির্বাচিত হন।