
সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ভূল্লী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার সাথে ভূল্লী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ভূল্লী থানার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এ সময় নবাগত ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সাংবাদিকদের কাছে কামনা করে ওসি আরও বলেন, ‘সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। তবে কাজের ধরন আলাদা। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। আপনাদের সার্বিক সহযোগীতা নিয়ে ভূল্লী মডেল থানাকে সত্যিকারের মডেল করতে চাই। আর সেই কাজে বাধা দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। সে যত প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি, সহ-সভাপতি লিলিমা রাণী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম হোসাইন, সুজন আলী, আবু সাঈদ, জামালউদ্দীন, সোহানুর রহমান প্রমূখ।
এর আগে নবাগত ওসি সাইফুল ইসলাম সরকার ঠাকুরগাঁও ডিবিতে অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত ছিলেন। গত ০৭ নভেম্বর অফিসার ইনচার্জ হিসাবে ভূল্লী থানায় যোগদান করেন।