
সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লী প্রেসক্লাবের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব হলরুমে বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!ভূল্লী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, ভূল্লী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার।

আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি সহসভাপতি নাজমুল ইসলাম লাল, বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, বালিয়া বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, কুমারপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াস আলী, ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ, এসআই রাশেদ, ডিএসবি এসআই মনসুর আলী, ভূল্লী সৌরভ কিন্ডার গার্টেন অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ, শুখানপুখুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ মান্নান প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক -রাজনৈতিক- সাংস্কৃতিক ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরমুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, আমেরিকান প্রবাসি হাবিব আক্তার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভূল্লী প্রেসক্লাবের উদ্বোধক লুৎফর রহমান মিঠু সহ গুণী ব্যাক্তিদের বিভিন্ন কাজে বিশেষ অবদানের জন্য প্রেসক্লবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।