
সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮নং শুখান পুখুরী ইউনিয়নের ২৩০০ টি পরিবারের মাঝে ঈদুল ফিতরের উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় সময় শুখান পুখুরী ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করেন ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান । এসময় তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৩০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দায়িত্বর টেক অফিসার হাকিম উদ্দীন , ইউনিয়ন সচিব, ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, আমি ইউনিয়নের সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার বর্তমান সরকার এমন উদ্যোগ নিয়েছেন। চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন।