সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানায় ২০ পিচ ইয়াবাসহ আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (০২ মার্চ) রাত ১০টা ১৫ ঘটিকায় ভূল্লী থানাধীন শাসলা পিয়ালা কবরস্থান সংলগ্ন পাকা রাস্তার উপর হতে থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাসলা পিয়ালা কবরস্থান সংলগ্ন এলাকায় মাদক বিক্রির খবর পায় পুলিশ। থানার এস আই রাসেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই স্থানে অভিযান চালিয়ে আলমকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিচ ইয়াবা উদ্ধারসহ জব্দ করা হয়।
আসামি আলম বগুলাডাংগী, (মাদ্রাসাপাড়া) গ্রামের মৃত মকবুল ইসলামের ছেলে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে সোমবার সকালে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Leave a Reply