ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের সাথে কাজ করছে জেলা স্কাউটস এর সদস্যরা। এছাড়া সড়কে যানচলাচলে ট্রাফিক কন্ট্রোল মানতে ট্রাফিক বিভাগের হাতে যানচলাচলের বিভিন্ন দিক নির্দেশনামূল ট্রাফিকসাইন বোর্ড(চিহ্ন) ব্যবহার করে কিছু স্টান্ড দিয়েছেন স্কাউটস।
সোমবার দুপুরে শহরের চৌড়াস্তা মোড়ে জেলা স্কাউটসের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা স্কাউটস।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্কাউটস’এর কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)জেসমিন নাহার,জেলা স্কউটস এর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু সহ স্কাউটস এর সদস্যরা।
পরে পৌর শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক কোন্ট্রোল করতে জেলা স্কাউটস এর সদস্যরা ট্রাফিকদের সাথে কাজ করেন।
জেলা স্কউটস এর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু বলেন,গত কিছুদিন ধরেই আমাদের এই জেলা অতিরিক্ত যানজট বেড়ে গেছে। আমরা আমাদের স্কাউটস এর পক্ষ থেকে জেলা ট্রাফিক বিভাগকে কিছু উপকরণ দিয়েছি। যেখানে কোথায় গাড়ি দাঁড়াবে,কোথায় দাঁড়াবেনা,কোনদিক দিয়ে যাবে সব বিষয় উল্লেখ করে কিছু স্টান্ড বানিয়ে দিয়েছি। সেই সাথে আমাদের স্কাউটস এর একটি টিম করা হয়েছে যারা ট্রাফিকদের সাথে থাকে কাজ করবে। আমরা আশা করি আমাদের জেলা মানুষেরা নিয়মের ভিতরে চলবে।
জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, সামনে ঈদ এই সময় ট্রাফিক জ্যাম বেড়ে যায়। ঠিক এ সময় স্কাউটস আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমি তাদের ধন্যবাদ জানাই। ট্রাফিক সাইন যে বোর্ড গুলো রয়েছে সেগুলো সকলে মানবে এই আশা করছি।
You cannot copy content of this page