ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজ প্রকৃতি গঠনের লক্ষ্যে ২০২৫ সালের বৃক্ষরোপণ প্রকল্প কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি গাছ বিতরণ করা হয় ।
এসময় ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রানীসংকৈল ও হরিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও রাস্তাঘাট ও ব্যক্তিগত জমিতে স্বাবলম্বী করার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছ বিতরণ করা । এ সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীবৃন্দ।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়কারী জানান, পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আমরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও খোলা জায়গায় ফলদ, গাছ রোপণ করেছি।
এই কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্যরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবছরই সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ১৮ শতাধিক ফলদ, আম,লিচু, কাঠাল,পেয়ারা, আঙ্গুর, জলপাই, আমরা, মালটা, কমলা, লটকন, লেবু সহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
শুক্রবার (১৯ জুলাই) সকালে ঠাকুরগাঁও শহরের ব্যক্তিগত জমিতে নতুন কিছু উদ্যোক্তাকে স্বাবলম্বী করার জন্য গাছ বিতরণ করেন এবং প্রথম ধাপের কার্যক্রম সমাপ্ত করেন ।
পরিবেশ সচেতন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী । তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কর্মসূচি আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও তারা এই কার্যক্রম অব্যাহত রাখবেন এবং জেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।
Leave a Reply