
ঠাকরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে সন্ধানী লাইফের গ্রাহক মৃত মুসলিম উদ্দিনের মৃত্যুদাবি বাবদ প্রায় ২৩ লক্ষ টাকার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে প্রধান অতিথি হিসেবে মৃত মুসলিম উদ্দিনের স্ত্রী আনসারা খাতুনের হাতে চেক হস্তান্তর করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সন্ধানীয় লাইফ প্রধান কার্যালয়ের মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ.এন.এম রোকন উদ্দীন,প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল,জিএম ও ইনচার্জ হাবিবুর রহমান প্রমূখ।
এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী,সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বীমা খাতের উন্নয়ন, গ্রাহকসেবার মান বাড়ানো, নতুন প্রোডাক্ট চালু এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার নানা দিক তুলে ধরা হয়।