ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাত আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে ৭ জনের একটি ছিনতাইকারী দল স্থানীয় তফিজুল ইসলাম ও আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায়।
এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা ও ২.৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় ডাকাত দলের সদস্যরা । হামলায় গুরুতর আহত হন তফিজুল ইসলাম (৪০), আনোয়ার হোসেন (৩০) ও রুমা আক্তার (৩০)। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply