ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে পুবালি ব্যাংক লিমিটেডের উদ্যোগে ডিজিটাল ব্যাংকিং ও খুচরা পণ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের অভিযাত্রায় ব্যাংকিং খাতের আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকের হাতের মুঠোয় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে পুবালিক ব্যাংক ইতোমধ্যেই মোবাইল অ্যাপ, অনলাইন সেবা, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড সার্ভিসসহ নানা খুচরা পণ্য চালু করেছে।
এসময় স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। সভায় ব্যাংক কর্মকর্তারা অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং ডিজিটাল সেবা ব্যবহারের পদ্ধতি তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, গ্রাহকদের সঠিক তথ্য ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ ও আস্থাশীল করতে পুবালি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
You cannot copy content of this page