সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড অফিস বাজার থেকে চুরি করা গরুসহ সাত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর অনুমান ০৫:০০ ঘটিকায় ঠাকুরগাঁও শহর হতে একটি গরু চুরি করে পায়ে হেঁটে বিক্রয়ের জন্য পঞ্চগড় বোদা থানা গরু হাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড বাজার নামক জায়গায় সকাল অনুমান ০৭:০০ ঘটিকায় স্থানীয় মানুষের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে ভূল্লী থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধরে নিয়ে যায়।
আটকৃতরা হলেন, ১। মোঃ সোহেল রানা (১৯) পিতা- আঃ হালিম, সাং- ইসলামনগর, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও। ২। মোঃ সুমন (২১), পিতা- মৃত রাজু, সাং- সরকার পাড়া, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও। ৩। মোঃ সিয়াম (১৬), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- বশির পাড়া, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও। ৪। মোঃ সোহান (১৭), পিতা- মোঃ মজনু, সাং- সাত খামার মাস্টার পাড়া, থানা- আটোয়ারী, জেলা- পঞ্চগড় । ৫। মোঃ মোকসেদ আলী (৩০), পিতা- মৃত আঃ মান্নান, সাং- সাত খামার মন্ডল পাড়া, থানা- আটোয়ারী, জেলা- পঞ্চগড় । ৬। মোঃ মুন্না (২২), পিতা- মৃত তোয়াবুর রহমান, সাং- সাত খামার মন্ডল পাড়া, থানা- আটোয়ারী, জেলা- পঞ্চগড় । ৭। মোঃ রাকিব হোসেন (২৩), পিতা- মোঃ তবিবর রহমান, সাং- সাত খামার মন্ডল পাড়া, থানা- আটোয়ারী, জেলা- পঞ্চগড়।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় গরুর মালিক আলমগীর থানায় লিখিত অভিযোগ করেছেন।
You cannot copy content of this page