ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলা চন্ডিপুরে গোলিম বাবু বাজারে উজ্জল ও নবীর নামের এক ধান ব্যবসায়ী ও কৃষককে কুপিয়ে আহত করে টাকা ও মোবাইল লুট করেছে দুর্বৃত্তরা। উজ্জ্বল ও নবীর দুই জনের বাড়ি গড়েয়া মিলন পুরে।
ভাইস্তা ও ভাস্তির পারিবারিক সমস্যা সমাধান করার জন্য বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১ টায় মিলন পুর থেকে ঠাকুরগাঁও সদর চন্ডিপুরে আসার সময়ে রুবেল ও খালেক তাদের হামলা করে ।
রাতের বেলা বাজারে স্থানীয় লোকজনসহ সমাধান করার জন্য বসে এক একপর্যায়ে রুবেল ও খালেক স্থানীয় সন্ত্রাসী দ্বারা তাদেরকে অনোকাঙ্ক্ষিত হামলা শুরু করে এতে উজ্জল এর কাছে থাকা নগদ টাকা ও ফোন তারা ছিনিয়ে নেয়।
বর্তমানে তারা দুইজন ২৫০ শস্য ঠাকুরগাও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের বেলা বৈঠক চলাকালীন সময় মিলনপুর থেকে আশা উজ্জ্বল ও নবীরকে হামলা করে বিষয়টি অনেক কষ্টদায়ক ।
রাশেদ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, খুব সুন্দর ভাবে বৈঠক চলছিল রুবেল ও খালেক যেটি করছে সেটি আইনগতভাবে কাম্য নয় আমরা আইনগতভাবে এটার সঠিক বিচার চাই।
রুবেল ও খালেক এর সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করলে তারা এ বিষয়ে কথা বলতে চাইনি ।
ঠাকুরগাঁও সদর থানা ওসি বলেন, আমার কাছে একটি অভিযোগ এসেছে বিষয়টি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন
You cannot copy content of this page