আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মনোনয়নপত্র কিনেছেন ইতালি প্রবাসী, তিনি হচ্ছেন মদন উপজেলা ৬ নং তিয়শ্রী ইউনিয়নের বাড়ৈউরা গ্রামের কৃতি সন্তান খান মুহাম্মদ অপি।
তিনি প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার প্রতিষ্ঠাকালী যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেত্রকোনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আঠারো থেকে চব্বিশের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের গৌরবময় দিনগুলোতে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। দেশ ও দেশের বাইরে থেকে আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে শক্তি, সাহস ও প্রেরণা যুগিয়েছেন বলে জানা যায়।
প্রবাসীদের নানাবিধ সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়েও তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। এর ধারাবাহিকতায় ভাটি বাংলার অবহেলিত মানুষের কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে নিজ নির্বাচনী এলাকায় জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন খান মুহাম্মদ অপি। তিনি প্রান্তিক মানুষের চাওয়া-পাওয়ার কথা শুনছেন এবং তরুণদের মাঝে নতুন রাজনৈতিক চিন্তা-চেতনা ছড়িয়ে দিচ্ছেন।
অপি বলেন, “তারুণ্যের অগ্রযাত্রায় তরুণরা নতুন করে ভাবতে শুরু করেছে। তাদের রাজনৈতিক চিন্তা ও কার্যক্রমে মেধাভিত্তিক ধারাকে প্রাধান্য দিচ্ছে। দেশ ও দেশের বাইরে তরুণরা আজ ঐক্যবদ্ধ এবং জাতির কল্যাণে সক্রিয়।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে হাওরাঞ্চলের মানুষের প্রধান সমস্যা—যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, গুণগত মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ, বেকারত্ব নিরসন এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে হাওরবাসীর জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, এই আসন থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক ও নমিনেশনের জন্য চেষ্টা চালাচ্ছে বিএনপি থেকে।
You cannot copy content of this page