নিজস্ব প্রতিবেদক::
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান ইসমাইল।
সাক্ষাৎকালে জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান ইসমাইল জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সুসাস্থ কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, জাতীয় পার্টি ফ্রান্স শাখার দ্বিপক্ষীয় সম্পর্ক ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জাতীয় পার্টি ফ্রান্স শাখা সব সময় কেন্দ্রীয় কমিটির পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য,
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নির্দেশনা দেন জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান ইসমাইল'কে।
You cannot copy content of this page