সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর ) রাতে ভূল্লী থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। আটক ব্যক্তির নাম উত্তর কুমার দত্ত (৪৪), পঞ্চগড় জেলার বোদা পৌরসভার নগর কুমার গ্রামের রনজিত কুমার দত্তের ছেলে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আগামীকাল সকালে আদালতে প্রেরণ হবে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply