ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা জাকের পার্টির উদ্যোগে এক সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের কার্তিকতলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খলিল। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব ফ্রন্টের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুর রহমান ডালিম, জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক আতাউর রহমান, আউলিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাকের পার্টি শান্তি, সম্প্রীতি ও মানবতার রাজনীতি করে। সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করাই এ দলের মূল লক্ষ্য। আগামী নির্বাচনে জাকের পার্টি জনগণের আস্থা অর্জন করবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সভায় বক্তারা আরও বলেন, “বাংলাদেশের একমাত্র কলঙ্কমুক্ত রাজনৈতিক দল হলো জাকের পার্টি। সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।”
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কয়েক শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page