ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে দেশের জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে । শনিবার (২৫ অক্টোবর) সকালে শহরের প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদ, ইসলামি ব্যাংক ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক ফয়জুর রহমান, নিউ এজ পত্রিকার প্রতিনিধি নূর আকতার রূপম, আমার দেশ পত্রিকার প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ৭১ টিভির প্রতিনিধি তানভীর হাসান তানু, এটিএন নিউজের প্রতিনিধি এম এ সামাদ, নয়া দিগন্তের হরিপুর প্রতিনিধি মিজানুর রহমান, রানীশংকৈল প্রতিনিধি আনোয়ার হোসেন, এবং নয়া দিগন্তের নিয়মিত পাঠক আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দৈনিক নয়া দিগন্ত সত্য, ন্যায় ও নৈতিকতার পক্ষে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের পাঠকদের আস্থা অর্জন করেছে। গত ২১ বছরে পত্রিকাটি সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
বক্তারা আরও বলেন, আজকের এই ডিজিটাল যুগে তথ্যের স্রোতে ভেসে না গিয়ে নয়া দিগন্ত যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ধরে রেখেছে, সেটি প্রশংসনীয় ও অনুসরণযোগ্য উদাহরণ।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময়ের আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি নাজমুল ইসলাম।
দিনব্যাপী আয়োজনে নয়া দিগন্তের পাঠক, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করেন নয়া দিগন্তের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রাফিক সরকার।
You cannot copy content of this page