ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানাধীন ভূল্লী ডিগ্রি কলেজের পাশে আজ সোমবার (০৪ নভেম্বর ২০২৫) সকালে এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই ব্যক্তি সাইকেল চালিয়ে হাইওয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। লাশ ঠাকুরগাঁও সদর থানা মর্গে রাখা হয়েছে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
You cannot copy content of this page