নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাইম হোসেন বাপ্পি। তিনি সোনারগাঁও বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ে সবসময় সক্রিয় থাকতে দেখা গেছে তাকে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সম্পাদক সানাউল্লাহ হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি সম্পাদকের পদ ছাড়াও সহসভাপতি পদে ৩০ জন এবং যুগ্ন-সম্পাদক পদে ২৫ জনকে মুল্যায়ন করাসহ ৪৬ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেয়া হয়।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক নাইম হোসেন বাপ্পি বলেন, “২০১৮এর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪এর গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক প্রয়োজনে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো আমরা। শুধুমাত্র মিছিল-মিটিং এবং লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বাহিরে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন মূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। ছাত্র অধিকার পরিষদ দুর্নীতি, চাঁদাবাজ, দখলমুক্ত পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণ করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাবে। রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে এবং মেধাভিত্তিক জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ছাত্র অধিকার পরিষদের।”
You cannot copy content of this page