1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমানের কাছে দুঃখ-দুর্দশা তুলে ধরলেন রিকশা চালকরা ‘নবম পে স্কেল বাস্তবায়নে কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় সরকার’ গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইরানে ১৬ দিনের সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৬৪৬ তরুণরা দল করেছে, নিশ্চিত অনেকেই নির্বাচিত হবে: প্রধান উপদেষ্টা জকসু নির্বাচনে ছাত্রদলের সাদমান সাম্যর চমকপ্রদ জয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির যুবদল নেতা আলাদিন তীব্র নিন্দা প্রতিবাদ পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু

‘নবম পে স্কেল বাস্তবায়নে কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় সরকার’

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৯ জন পড়েছেন
20

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো নবম পে স্কেল বাস্তবায়নে সরকার পে কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

অন্তর্বর্তী সরকারের সময়ে পে-কমিশনের নতুন বেতনকাঠামো আলোর মুখ দেখবে কি না সাংবাদিকের প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, “আমি তো বললাম তো রিপোর্ট পেলেই তো বলব। এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস। একটা সাবস্টেনটিভ কাজ হচ্ছে। এটা খুব ডিটেইল করতে হয়।

 

“আর আপনারা জানেন তারা তো ওই কমিশনের কাছে কিন্তু অনেকে রিপ্রেজেন্টেশন পাঠিয়েছে, অনেকে দেখা করেছে; আমরা বলেছি যে, বিভিন্ন কমিটি করেছে ওপেন ইন্টারঅ্যাকশন।”

 

কবে নাগাদ প্রতিবেদন মিলবে তা স্পষ্ট করেননি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

 

তিনি বলেন, “পে স্কেল নিয়ে আমি যেদিন বলার বলব। পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে; এটা একেবারে একদম থামে নাই তারা। নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন তারা। বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন। কী করছেন না করছেন, সেটা আমাদের ব্যাপার না।

 

“কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে, কমিশন অফিসের সাথে কাল-পরশু কথা হবে। এটাতে এখন ২১ জন মেম্বার, তারা সবকিছু বিচার-বিশ্লেষণ করে সেটার সাথে সাথে আবার ইসের তো আসবে জুডিশিয়ারির রিপোর্টটা আলাদা। আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি তো আছে। ওইটা তিনটা ইসে (একত্র) করে আমাদের কাছে, সরকারের কাছে দেবে।”

 

গত বছরের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত এ পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে কবে নাগাদ প্রতিবেদন মিলবে তা নিয়ে সংশয় কাটেনি। তাছাড়া প্রতিবেদন দিলেও তা বাস্তবায়ন নিয়েও রয়েছে শঙ্কা।

 

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে জাতীয় বেতন কমিশনে পূর্ণ সভা হয় বৃহস্পতিবার। এর মধ্যে গত শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নতুন বেতনকাঠামো এ সরকারের আমলে ঘোষণা ‘সম্ভব নয়’।

 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, “গভর্নর যদি পে স্কেল, গভর্নর হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য পে স্কেল।

 

“গভর্নর তো তার বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে বলতে পারতো, বলতে পারে; কিন্তু পে স্কেলে তো তার ইসে না। পে স্কেল সম্পূর্ণ সরকারের ব্যাপার।”

 

ইরান ও ভেনেজুয়েলায় অস্থিরতার কারণে জ্বালানি নিয়ে কোনো সংকটের শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না জ্বালানি তো… ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অব ভেনেজুয়েলা (স্বাধীনতা সংক্রান্ত বিষয়)। ভেনেজুয়েলা তো একটা হুট করে একটা…আমেরিকা কীভাবে ডিল করে, সে বিষয়। তবে জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানি তো আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা এনশিউর না করতে পারি- লোকাল প্রোডাকশন, জ্বালানির দুইটা দিক আছে- পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি, আরেকটা হলো এনার্জি; ওই দুইটা দিকে একটা কমপ্রিহেনসিভ ইসে (পরিকল্পনা) করা হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page