বরাবর
জান্নাতুল জেসমিন জারা
পাবনা, বাংলাদেশ
বিষয়ঃ ভালোবাসা করার জন্য আবেদন।
জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি একজন সুদর্শন, অতি সাহসী এবং সেই সাথে বিনয়ী একজন ছেলে। আমার প্রেমের সিট এখনো পর্যন্ত খালি পড়িয়া রহিয়াছে। যদিওবা কয়েকবার তা পূরণ হইতে ধরিয়া ছিল, কিন্তু বিভিন্ন সমস্যার কারনে তাহা আর পূরণ হয় নাই, নিজের ইচ্ছে তেই। এখনো সেই খালি পড়িয়া রহিয়াছে। আপনাকে দেখিয়াই আমার পরাণের ভিতরটাতে কয়েকবার মোচর অনুভব করিয়াছি। আপনার সাথে বিশেষ ভাবে ভালোবাসা করিতে চাই।
অতএব, জনাবার কাছে সবিনয় নিবেদন এই যে, আপনার সিট খালি থাকিলে এবং আমার লগে বিশেষ ভাবে ভালোবাসাবাসি করিতে চাহিলে অতি শীঘ্রই আমারে একখান মেসেজ দিয়া অবগত করিতে জনাবার মর্জি হয়।
তারিখঃ ৩১-০১-২৬
বিনীত নিবেদক
নাসিম আহমেদ
You cannot copy content of this page