নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক (সাংগঠনিক প্রটোকল ৫ম) হয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার কৃতি সন্তান মোহাম্মাদ আলী তোহা।
তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।
এর আগে তিনি রাজশাহী জেলার প্রতিষ্ঠা সভাপতি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক, কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তিনি। শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ে সবসময় সক্রিয় থাকতে দেখা গেছে তাকে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নব গঠিত এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮জন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫জন যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক তারেক আজাদসহ অনেকে রয়েছেন।
নবনির্বাচিত দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা বলেন- ২০১৮এর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪এর গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক প্রয়োজনে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো আমরা। শুধুমাত্র মিছিল-মিটিং এবং লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বাহিরে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন মূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। ছাত্র অধিকার পরিষদ দুর্নীতি, চাঁদাবাজ, দখলমুক্ত পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণ করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাবে। রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে এবং মেধাভিত্তিক জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ছাত্র অধিকার পরিষদের।
You cannot copy content of this page