
এম. আবদুল্লাহ সরকার- রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় ডাঃ রফিকুল ইসলাম সিদ্দীকি ফাউন্ডেশন কর্তৃক ২শ দুঃস্থ অসহায় পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার এ উপলক্ষে এলাকার ডাক্তার বাড়িতে এক আলোচনা সভায় ডাঃ রাজিবুল ইসলাম সিদ্দীকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি।
অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্না, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন।
সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা।
Leave a Reply