সংবাদ দাতা:রাকিব মাহমুদসিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদকে পুঁজি করে হিজড়া সম্প্রদায়েরা বাজারে বাজারে ঘুরে মানুষের কাছ থেকে ঈদ বোনাসের নাম করে তুলছে টাকা।
শাহজাদপুরে করোনা ও বন্যায় মানুষ যখন বেচেঁ থাকার সংগ্রাম করছে তখন ঈদ নামের আনন্দ বলে তাদের কাছে যেন কিছুই নেই।দীর্ঘ দিন লক ডাউন ও বন্যা পরিস্থিতিতে উপজেলার ব্যবসায়ী ও দোকানদারদেরও ক্রেতা শূন্য বাজারে বিক্রি নেই বললেই চলে।কিন্তু ঈদ উপলক্ষে থেমে নেই হিজড়া সম্প্রদায়।তারা বাজারে বাজারে ঘুরে ব্যবসায়ী ও দোকানদারদের কাছ থেকে তোলে টাকা।কোনো দোকানদারদ টাকা না দিতে চাইলে তাদের নানাভাবে হয়রানি করে।এদের ভিতর আবার কোনো কোনে হিজড়া দোকানদারদের সাথে খারাপ আচরণ না করে তাদের কাছে নিজেদের কষ্টের কথা তুলে ধরে সাহায্য চায়।কিছু দোকানদারের সাথে কথা বললে তারা বলে,’আমাদের বেচাঁকেনা খুব খারাপ।হিজড়াদের ভিতর কেউ কেউ আছে যারা খুব ভালো তাদের যে টাকা দেওয়া হয় তাই নেয় কিন্তু কেউ কেউ আছে বেশি টাকা দাবি করে, না দিলে নানাভাবে হয়রানি করে টাকা নেয়।আমরা চাই আমাদের যা সামর্থ্য আছে তাই দিয়ে সাহায্য করে হিজড়াদের সাথে ঈদের আনন্দ তা ভাগ করে নিতে’।
You cannot copy content of this page
Leave a Reply