1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

মুজিব আমার স্বাধীনতা” (মুজিব শত বর্ষ উপলক্ষে জাতির পিতা স্বরণে) মকবুল হোসেন তালুকদার

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৯৮ জন পড়েছেন

মুজিব আমার স্বাধীনতা
মুজিব বাংলার জাতির পিতা
মুজিব আমার দর্শন, আমার প্রেরনা
মুজিব আমার ভাষা,সংস্কৃতি ও মুক্তি যুদ্ধ,
মুজিব আমার মনের কুঠোরে যত্নে লালিত
দেশপ্রেম, জয়বাংলা, পদ্মা মেঘনাযমুনা।

মুজিব তুমি হাজার বছরের শ্রেষ্ট বাঙালী
মুজিব তুমি স্বাধীন বাংলার মহান স্হপতি
তুমি আমার গর্ব, মুক্তিযুদ্ধের প্রেরনা ও শক্তি
মুজিব আমার অগ্নিঝরা ৭ মার্চের দিকনির্দেশনা
যার যা আছে তাই নিয়ে মুক্তিযুদ্ধ ঝাপিয়ে পড়া।

যৌবনের আর্ধেকটা সময় দিয়ে বিসর্জন
এনেছো স্বাধীনতা, দিয়েছো মানচিএ
তাইতো তুমি জাতির পিতা, মোদের গর্বের ধন
মুজিব মানেই লক্ষ প্রানের রক্তে মাখা
রক্ত লালের সবুজ ঘেরা প্রিয় পতাকা।

তোমার রক্তে রন্জিত আমার ভূখন্ড
তার ধুলো গায়ে মেখে, স্বাধীনতার স্বপ্ন
সাধ অবগাহন করে, বজ্র কন্ঠে বলে উঠি
এক নেতা এক দেশ, মুজিব মানেই বাংলাদেশ।

মুজিব তোমার বজ্রকন্ঠ আমাকে উদ্বেলিত করে
শিহরন জাগে শিরা উপশিরায়, শপথ করি
তোমার রক্তের ঋন শোধবই মোরা।
নিপাত যাবেই, যাবে, নর পশু ঘাতকেরা
জাগ্রত রয়েছি মোরা, অতন্ত্র প্রহরীর বেশে
রক্ষা করবো সোনার বাংলা যতই ক্লেশ আসে।

তুমি বিনে মাঝে মধ্যি নি:স্প্রভ ও জ্যোতিহীন হয়েঅপেক্ষা করি প্রতিক্ষন,”যদি আসতে ফিরে একবার, তোমার স্বপ্ন সাধের সোনার বাংলায়”
মকবুল হোসেন তালুকদার
*লেখক: মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ
, আমেরিকা

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: