 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ফ্রান্সের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল দশটায় কলেজের প্রধান ফটকের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিতুমীর কলেজের মাস্টার্সের শিক্ষার্থী এম কে হাসান সবুজ সভাপতিত্ব করেন৷
উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এসময় শিক্ষার্থীরা একাধিক দাবিও তুলে ধরেন।
মানববন্ধনে আয়োজকরা বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রর্দশনে আমরা তীব্র নিন্দা জানাই। মুসলমানদের হৃদয়ের মনিকোঠায় আমাদের নবী হযরত মোহাম্মদ (সঃ) কে ব্যঙ্গচিত্র, অপমান আমরা মুসলমানরা কখনোই সহ্য করবো না। ধর্মীয়ভাবে আঘাত করেছে ফ্রান্স যার মূল্য তাদের দিতে হবে। পুরো মুসলিম জাতীকে আঘাত করেছে এই ইসলামের শত্রু ফ্রান্স। আমরা প্রতিবাদ স্বরুপ ফ্রান্সের সকল পণ্য বর্জন করলাম। সকল মুসলিমদের উচিত ফ্রান্সের পণ্য বর্জন করা।
এ সময় শিক্ষার্থীরা আরো বলেন- ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্য পুরো মুসলিম জাতীর কাছে ক্ষমা চাইতে হবে। এবং পরবর্তী কখনো ইসলামে আঘাত হানে এমন বক্তব্য কিংবা চিত্র প্রকাশ থেকে বিরত থাকতে হবে। যদি রাষ্ট্রীয় ভাবে ফ্রান্স ক্ষমা না চায় তবে বিশ্বের সকল মুসলিম দেশ তাদের বিরুদ্ধে নামবে।
মানববন্ধনে দাবীগুলো ছিল,
ফ্রান্সের সকল পণ্য বর্জন, ফ্রান্সের প্রেসিডেন্টে প্রকাশ্য ক্ষমা চাওয়াসহ সকল মিডিয়াকে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদের খবর প্রকাশ করা।
উল্লেখ্য- ফ্রান্সের এক শিক্ষক শ্রেনিকক্ষে মহানবী হজরত মুহাম্মদ(সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে উপস্থাপন করলে সে ক্লাসের এক শিক্ষার্থী ঐ শিক্ষকে হত্যা করে।এবং সে শিক্ষার্থীও পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়। ফ্রান্স সরকার ধর্মের প্রতি আঘাত হানায় কোন ব্যবস্থা না নিয়ে বরং ঐ শিক্ষকের পক্ষ নিয়ে রাষ্ট্রীয়ভাবে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে। যার ফলে বিশ্বের প্রায় সকল মুসলিম দেশ এর প্রতিবাদে প্রতিবাদী হয়ে উঠে এবং ফ্রান্সের সকল পণ্য বয়কট করে প্রতিবাদ শুরু করে।
Leave a Reply