1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন বালিয়াকান্দির মাহবুবুর রহমান খান তারেক রহমানের কাছে দুঃখ-দুর্দশা তুলে ধরলেন রিকশা চালকরা

অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যর উপর হামলা, নিরাপত্তাহীনতায় পরিবার

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩৭৮ জন পড়েছেন
17

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর এক সদস্য ও তার পরিবারের উপর অর্তকিত সন্ত্রাসী হামলা করার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন সাবেক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শাহজাহান আলী, তার ছোট ভাই ইঞ্জিনিয়ার মনির হোসেন, আলমান ঈদু ও তার বাবা নুরুল ইসলাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শাহজাহান আলী। হামলার পরে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন অভিযুক্তরা, এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি এমনটি অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ফিডমিল পাড়া গ্রামে।
ঠাকুরগাঁও সদর থানায় মামলা নং ০২ ও স্থানীয়দের দেওয়া সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি শনিবার দুপুরে সালন্দর ফিডমিল গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের নেপিয়ার ঘাস চাষকৃত জমিতে প্রতিবেশী ফজলুর রহমানের ছেলে মোস্তফার কয়েকটি ছাগল অবাধ বিচরণ করে চাষকৃত ঘাস নষ্ট করে। পরবর্তীতে ছাগল গুলো নুরুল ইসলামের ছেলে মনির হোসেন বাসায় নিয়ে আসলে অভিযুক্তদের বলতে গিয়ে উল্টো গালিগালাজ ও মারধর করে। পরে একইদিনে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেওয়ার কিছুক্ষুণ পরে ফজলুর রহমানের ছেলে মোস্তফা ও ফারুক এবং একই গ্রামের মজিরত এর ছেলে লুৎফর রহমান, জিয়ারুল। বাবুল ইসলামের ছেলে হানিফ, মোস্তফার স্ত্রী সালমা দেশীয় লাঠি ও লোহার রোড দিয়ে নুরুল ইসলামের বড় ছেলে সাবেক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শাহজাহান আলী ও ছোট ছেলে মনির হোসেন উপর অর্তকিত হামলা চালায় ও মারধর করে । এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাহজাহান আলী ও মনিরকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শাহজাহান আলী।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, মোস্তফা এই এলাকার নামধারী সন্ত্রাসী। তার নামে থানায় মামলা আছে। ইতিপূর্বে আমাদের উপর ছোটখাটো বিষয় নিয়ে হুমকি ধামকি দিয়ে আসতেছিলেন। গত ১ তারিখে তার ছাগল আমাদের ফসল নষ্ট করেছে এ বিষয়ে কিছু বলতে গিয়ে উল্টো সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার চাচ্ছি এবং অতিবিলম্বে যেন আসামিদের আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হয়।
আহত সেনাবাহিনীর সদস্য শাহজাহান আলীর ছোট ভাই ইকবাল জানান, আসামিরা মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছেন। আমরা পরিবার নিয়ে চরম আতংকের মধ্যে আছি। এখন পর্যন্ত পুলিশ আসামিদের আটক করতেছে না। আমি পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।

অভিযুক্ত ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং আমাদের প্রতিবেদককে বলেন আমি ঘটনাস্থলে ছিলাম না।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এস আই) চন্দন জানান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও তার পরিবারের উপর জমির ফসল নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে হামলা করার ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যে মধ্যে ১ নম্বর আসামী আটক করেছি। বাকিদের ধরতে অভিযান চলতেছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page