1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

নড়াইল জেলা আওয়ামী মৎসজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহেল

জেলা প্রতিনিধি নড়াইল ।।
  • সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৩৩ জন পড়েছেন
ছবি-প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে মো.সাইফুল ইসলামকে পুনরায় সভাপতি ও এম এইচ সোহেলকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়েছে।

শনিবার ( ৪ মার্চ) সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পতাকা উত্তোলণ ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান।

পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নড়াইল জেলা শাখার আহবায়ক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর। বিশেষ অতিথি নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ  চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি মোঃ সাইফুল আলম মানিক, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম, সহ-সভাপতি সাজ্জাদুল হক লিকু সিকদার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির দিপু,  আওয়ামী লীগ নড়াইল সদর পৌর শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস,এম, পলাশ, ছাত্রলীগ সভাপতি নাঈম ভুঁইয়া, সম্পাদক স্বপ্নীল সিকদার নীল প্রমুখ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে তৃণমুল পর্যায়ে জোরালোভাবে কাজ করার আহবান জানান।

দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুল ইসলামকে পুনরায় সভাপতি, শামীম আতীক মহীদকে সহসভাপতি ও বীরমুক্তিযোদ্ধার সন্তান এম এইচ সোহেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান।

সম্মেলনে মৎস্যজীবি লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের  বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: