1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম

বড়গ্রাম আলিম মাদ্রাসায় সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৩১ জন পড়েছেন

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়গ্রাম আলিম মাদ্রাসায় ৭ই মার্চ, ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকালে বড়গ্রাম আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত চার দিন ব্যাপি এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বড়গ্রাম আলিম মাদ্রাসার সভাপতি ও সাবেক চেয়ানম্যান নুরুল ইসলাম ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ এনামুল হক, জ্যোষ্ঠ প্রভাষক মোস্তাক আহমেদ, সহকারী শিক্ষক ফজলুল করীম, রুস্তম আলী প্রমুখ।

উদ্বোধক নুরুল ইসলাম বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি এ ধরনের সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। যা দিয়ে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে একটা সঠিক নির্দেশনা লাভে সক্ষম হবে। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মতো বিজয় অর্জন করবে। সকালে কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

প্রতিযোগিতা শেষে আগামী ২১ মার্চ বিজয়ীদের মাঝে উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করা হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: