 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, স্বাধীনতার বায়ান্ন বছর পর আমারা এই দেশে এখনো পাকিস্তানি প্রেতাত্মাদের আস্ফালন দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে আজ ষড়যন্ত্র করছে তারা। আওয়ামী লীগের সমস্ত অর্জন ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে তারা। গণতন্ত্রকে ধ্বংসের জন্য, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিএনপি নামক দলটির যে কর্মসূচি, তারা সংবিধান মানে না, কোনো কিছুই মানে না। তারা কী চায়, তারা অনির্বাচিত সরকার চায়, যেটা সংবিধানে নেই। বিজয়কে সংহত করার কাজে বড় অন্তরায় ষড়যন্ত্র। এই বিষবৃক্ষ উৎপাটন করতে হবে। বিএনপি এদের উসকানি দিচ্ছে। ষড়যন্ত্র করছে। বিএনপির পৃষ্ঠপোষক সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হবে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Leave a Reply