1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাবিব খান ইসমাইল বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন আ: কাদের উৎসব রাজশাহী টেনিস প্রিমিয়ার লীগের খেলোয়াড় বাছাই সম্পন্ন চেয়ারম্যানের ইন্ধনে প্রকৌশলীকে ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মানববন্ধন মহান স্বাধীনতা দিবসে পর্তুগাল বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ট্রাফিক বিভাগকে ট্রাফিক সাইনবোর্ড দিলো স্কাউটস ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও এম এ এফ-এর আয়োজনে ইফতার মাহফিল  সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ ঠাকুরগাঁওয়ে ইসলামিক অলিম্পিয়াডের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমাবাসীর’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৪৫ জন পড়েছেন

 

৭ জুলাই রোববার নিউ ইয়র্ক ফেরী পয়েন্ট পার্কে বার্ষিক বনেভাজন উদযাপন করে সিলেট দক্ষিণ সুরমাবাসী, যুক্তরাষ্ট্র । এই বনভোজন ও মিলন মেলায় সমেবত হয়েছিলো বিপুল সংখ্যক প্রবাসী সিলেট দক্ষিণ সুরমাবাসী সহ কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্ধ ও ব্যক্তিবর্গ । আমেরিকার মাটিতে বাংলাদেশী সুস্থ সংষ্কৃতি প্রচার প্রসারের ক্ষেত্রে অন্যতম প্রধান সংগঠনটি তাদের এই গৌরবময় পথচলাকে আনন্দময় করতে রোববার আয়োজন করে বার্ষিক বনভোজন। সভপতিত্ব করেন প্রফেসর আব্দুল কাইয়ুম , পরিচালনায় করেন সাজন খান ,সাহেদ আহমেদ ,সহযোগীতায় মাজলুল কামরান,শাহ সেলিম আহমেদ ।

আয়োজকদের সুন্দর পরিকল্পনা আর নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট স্টেট্ থেকে বিপুল পরিমান অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনশেষে তাদের আয়োজন ছিলো শতভাগ সফল।

এবারের বনভোজনে দিনব্যাপী অনুষ্টানসূচিতে ছিল খেলা-ধুলা ও রাফেল ড্র। খেলাধুলায় শিশু- কিশোর, যুবক-যুবতীদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল মহিলা পুরুষদের বিভিন্ন ইভেন্ট। দিন শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে ছিল নানা স্বাদের খাবারের আয়োজন। উপস্থিত সিলেট দক্ষিণ সুরমাবাসী দিনভর গল্প-গুজব, আড্ডা আর কুশল বিনিময় কাটিয়েছেন। মিলন মেলার সার্বিক সহযোগিতা করেন : কফিল আহমেদ , রিয়াজ উদ্দিন কামরান ,শাহ কামাল , কাজী আহসান আহমেদ ,হুমায়ুন আহমেদ চৌধুরি ,অলিউর রহমান তুরান , শ্যমল কান্তি ,শাহ আলম ,আবদুল আহাদ হেলাল , মুজিবুর রহমান ,আব্দুর রব চৌধুরী,মিজানুর রহমান বনাম ,নোমান আহমেদ ,শাহনুর আহমেদ ,ফটিক মিয়া ,মাহবুব চৌধুরি ,সাবের আহমেদ ,আনসার উদ্দিন ,সোহেব আহমেদ ,নোমান আহমেদ ,মারুফ রশীদ , আজাদুল ইসলাম আলমগীর খালেদ আহমেদ, জিয়াউল ইসলাম ঝিনুক ,সফিকুল ইসলাম ,আতিকুল ইসলাম ,আলমগীর হোসাইন , রুহেল আহমেদ ,টিটু চৌধুরি , আবু বক্কর ,এনামুর রহমান মনজু , বুলবুল আহমেদ ,সামিম আহমেদ , ইমরান আহমেদ , সাহেদ আহমেদ ,সাবেত আহমেদ , শাহ ইয়ামিন ,কোখন ,প্রমুখ।

এবারের বনভোজনে প্রায় ছয়শতাধিক অংশগ্রহন করেন। সবশেষে রাফেল ড্র এর মাধ্যমে মিলন মেলা শেষ হয়।নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমাবাসীর’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা।…

 

৭ জুলাই রোববার নিউ ইয়র্ক ফেরী পয়েন্ট পার্কে বার্ষিক বনেভাজন উদযাপন করে সিলেট দক্ষিণ সুরমাবাসী, যুক্তরাষ্ট্র । এই বনভোজন ও মিলন মেলায় সমেবত হয়েছিলো বিপুল সংখ্যক প্রবাসী সিলেট দক্ষিণ সুরমাবাসী সহ কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্ধ ও ব্যক্তিবর্গ । আমেরিকার মাটিতে বাংলাদেশী সুস্থ সংষ্কৃতি প্রচার প্রসারের ক্ষেত্রে অন্যতম প্রধান সংগঠনটি তাদের এই গৌরবময় পথচলাকে আনন্দময় করতে রোববার আয়োজন করে বার্ষিক বনভোজন। সভপতিত্ব করেন প্রফেসর আব্দুল কাইয়ুম , পরিচালনায় করেন সাজন খান ,সাহেদ আহমেদ ,সহযোগীতায় মাজলুল কামরান,শাহ সেলিম আহমেদ ।

আয়োজকদের সুন্দর পরিকল্পনা আর নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট স্টেট্ থেকে বিপুল পরিমান অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনশেষে তাদের আয়োজন ছিলো শতভাগ সফল।

এবারের বনভোজনে দিনব্যাপী অনুষ্টানসূচিতে ছিল খেলা-ধুলা ও রাফেল ড্র। খেলাধুলায় শিশু- কিশোর, যুবক-যুবতীদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল মহিলা পুরুষদের বিভিন্ন ইভেন্ট। দিন শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে ছিল নানা স্বাদের খাবারের আয়োজন। উপস্থিত সিলেট দক্ষিণ সুরমাবাসী দিনভর গল্প-গুজব, আড্ডা আর কুশল বিনিময় কাটিয়েছেন। মিলন মেলার সার্বিক সহযোগিতা করেন : কফিল আহমেদ , রিয়াজ উদ্দিন কামরান ,শাহ কামাল , কাজী আহসান আহমেদ ,হুমায়ুন আহমেদ চৌধুরি ,অলিউর রহমান তুরান , শ্যমল কান্তি ,শাহ আলম ,আবদুল আহাদ হেলাল , মুজিবুর রহমান ,আব্দুর রব চৌধুরী,মিজানুর রহমান বনাম ,নোমান আহমেদ ,শাহনুর আহমেদ ,ফটিক মিয়া ,মাহবুব চৌধুরি ,সাবের আহমেদ ,আনসার উদ্দিন ,সোহেব আহমেদ ,নোমান আহমেদ ,মারুফ রশীদ , আজাদুল ইসলাম আলমগীর খালেদ আহমেদ, জিয়াউল ইসলাম ঝিনুক ,সফিকুল ইসলাম ,আতিকুল ইসলাম ,আলমগীর হোসাইন , রুহেল আহমেদ ,টিটু চৌধুরি , আবু বক্কর ,এনামুর রহমান মনজু , বুলবুল আহমেদ ,সামিম আহমেদ , ইমরান আহমেদ , সাহেদ আহমেদ ,সাবেত আহমেদ , শাহ ইয়ামিন ,কোখন ,প্রমুখ।

এবারের বনভোজনে প্রায় ছয়শতাধিক অংশগ্রহন করেন। সবশেষে রাফেল ড্র এর মাধ্যমে মিলন মেলা শেষ হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page