নিজস্ব প্রতিবেদক::
জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
এক শুভেচ্ছা বার্তায় জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান ইসমাইল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা ব্যক্ত করেছেন শামীম হায়দার পাটোয়ারী সাহেব আশাকরি তার কর্তব্য সঠিক ভাবে পালন করবেন।
শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মহাসচিব হিসেবে তিনি দলের সাবেক মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর স্থলাভিষিক্ত হলেন।
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী প্রয়াত জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন।
২০১৭ সালের ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মারা যাওয়ার পর উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ২০১৮ সালের ২২ মার্চ শামীম হায়দার পাটোয়ারী সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একই বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হন।
দলের দীর্ঘদিনের রাজনীতি এবং সাংগঠনিক অভিজ্ঞতার ওপর ভর করেই এবার তাঁকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো বলে দলীয় সূত্রে জানা গেছে।
Leave a Reply