
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ল হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় “জিংক গম ও জিংক ধান” শীর্ষক একটি “স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার (২৭ জুলাই) সকালে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার সুখানপুকুরি ইউনিয়নের কালিকাগাঁও ডি.হাট উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিকাগাঁও ডি.হাট প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়। এছাড়াও বক্তব্য দেন ইএসডিওর রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রমূখ।
এসময় ওই বিদ্যালয়ের ১০০ জন ছাত্র-ছাত্রী এবং ১২জব শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।