1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

কালিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে দিনরাত কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩০৮ জন পড়েছেন

মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সারাবিশ্বে বর্তমানে সবচেয়ে দুর্যোগ ও আতঙ্কের নাম মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯)। বাংলাদেশও এর করাল গ্রাস থেকে রক্ষা পায়নি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই মহামারি করোনা ভাইরাস এর সংক্রামণ বিস্তারে দেশের দক্ষিনাঞ্চল মারাত্নক ঝুঁকির মধ্যে রয়েছে। বিষয়টি নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে। এই মহামারী প্রতিরোধে নিয়েছে নানাবিধ উদ্যোগ।
করোনা ভাইরাস প্রতিরোধে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে কালিগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল এই মহামারি রোধে নানাবিধ সময়োপযোগী ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। সমগ্র উপজেলাব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার প্রচারনা চালানো হচ্ছে। লিফলেট বিতরন, জনসমাগম রোধ, বিভিন্ন হাটবাজার মনিটরিং, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সামাজিক দুরত্ব বজায় রাখা, অপ্রয়োজনে বাইরে না থাকার নির্দেশনা সহ নানাবিধ উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতিমধ্যে জনগনের প্রশংসা কুড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী কর্মকতা মোজাম্মেল হক রাসেল। এছাড়াও এই ভাইরাস রোধে উপজেলা প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করা, বিদেশ ও বিভিন্ন জেলা থেকে আগত বহিরাগতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, কর্মহীন মানুষের খোঁজখবর নেয়া, তাদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন, কোথাও আইন ও সরকারী নির্দেশনার বত্যয় ঘটলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা, আইন অমান্যকারীদের আর্থিক জরিমানা সহ শাস্তির ব্যবস্থা জনগনের মধ্যে কিছুটা স্বস্তির সঞ্চার করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিফাতউদ্দীন মোবাইল কোর্ট পরিচালনায় মাধ্যমে প্রতিনিয়ত সহযোগীতা করে চলেছেন। সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ জামিরুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন দিনরাত সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন। কালিগঞ্জ থানা পুলিশ স্বেচ্ছাপ্রনোদিত হয়ে ১২টি ইউনিয়নে সচেতনতামূলক মাইকিং, টহল, কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করে প্রশংসা সৃষ্টি করেছেন। উপজেলা পরিষদের ভাইচ- চেয়ারম্যানদ্বয়, ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজকর্মী, উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাণীসম্পদ বিভাগ, কৃষি বিভাগ, সমাজসেবা বিভাগ সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকতা ও কর্মচারীগন, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকতাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন, এনজিও প্রতিষ্ঠান, সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি সবাই এ কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। আর এসকল বিষয়ে তদারকি করছেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: