1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মৃত্যু দাবির চেক হস্তান্তর ভূল্লী থানা মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান ফ্যাস্টিট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি-মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের ভূল্লীবাঁধে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ফজলুতুন নেসা ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের হামলায় আহত ৩, লুট সাড়ে চার লাখ ও স্বর্ণ পর্তুগালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেক কর্তন ডিবি পুলিশের হাতে গ্রেফতার ৫ ডাকাত সহ মালামাল ক্রয়কারী ঠাকুরগাঁওয়ে বীজ কিনে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের  মানববন্ধন

সম্পাদকদের বিরুদ্ধে মামলায় ঠাকুরগাঁওয়ে তোজার নিন্দা ও প্রতিবাদ

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৮৭৫ জন পড়েছেন

সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সরকারি চাল উদ্ধারের সংবাদ প্রকাশের পর বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ যৌথ স্বাক্ষরে এক বিবৃতিতে নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, গত ৯ এপ্রিল বালিয়াডাঙ্গী উপজেলা ৪ নম্বর বড়পলাশবাড়ী ইউনিয়নে বিভিন্ন স্থান থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মোট ৮ শতাধিক বস্তা চাউল জব্দ করে এবং দুইজনকে আটক করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন।

এই ঘটনা প্রকাশিত হওয়ার প্রাথমিক কালে ঐ এলাকার বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাউলের বিভিন্ন ডিলারদের প্রতি সাধারণ মানুষ সহ অনেক গণমাধ্যমকর্মীর সন্দেহের তীর ধাবিত হয় এবং এ সংক্রান্তে বিভিন্ন ভাবে বিভিন্ন সংবাদ ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মন্তব্য প্রকাশিত হয়।

ঘটনার দিন রাতেই বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মন কর্তৃক দায়েরকৃত চাউল চুরির বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধিন অবস্থায় ১৭ এপ্রিল ঐ এলাকার চাউল ডিলার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং চাল উদ্ধারকৃত এলাকার ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলামের আপন ছোট ভাই মোমিনুল ইসলাস ভাসানি কর্তৃক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিনসহ আরও দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েল করেন।

দুই সম্পাদক সহ আরও দুইজন ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে, সেই সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যম কর্মীরা করোনাভাইরাসের দুর্যোগপূর্ণ সময়ে জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার অংশ হিসেবে গণমাধ্যমকর্মীরা সরকার ও রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ ও বক্তব্য জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি সরকারের বিভিন্ন ত্রাণ তৎপরতা যেন কোন অপব্যবহার না হয়, সেদিকে তীক্ষন দৃষ্টি রেখে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করে আসছেন।

সেসময় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করা হচ্ছে, এতে সরকারের সৎ ইচ্ছাপ্রসূত ত্রাণ কার্যক্রমের যে অপব্যবহার করার অপচেষ্টায় দুর্নীতিগ্রস্থ সামান্য কিছু মানুষ যুক্ত হয়ে যাচ্ছে তারা উৎসাহিত হবে।

বিভিন্ন সময় সরকারের বিভিন্ন বক্তব্য থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে গণমাধ্যমকর্মীদের হয়রানির শিকার হবেন না বলে যেসকল বক্তব্য ইতোপূর্বে প্রকাশিত হয়েছে তথাপিয় বালিয়াডাঙ্গী থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের হয়রানির শিকার হতে হচ্ছে যা দু:খজনক বলে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page