1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

শ্রীপুরে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোঁজ কোরআনের হাফেজ

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৫৯ জন পড়েছেন

আব্দুর রউফ রুবেল, নিজস্ব প্রতিবেদকঃ

শ্রীপুর বরমী শীতলক্ষ্যা নদীতে সাঁতার কাটতে গিয়ে বালুর ড্রেজারের নিচে পরে হাফেজ ছেলে নিখোঁজ হয়েছে ।

মঙ্গলবার (১২ মে)দুপুর ১২ টার দিকে বরমী শীতলক্ষ্যা (বানার) নদীতে বন্ধুরা মিলে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়।

নিখোঁজ হাফেজ রাসেল(১৬)শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার নুরুল ইসলাম লিটনের একমাত্র ছেলে ।সে বরমী ছিটপাড়া আঃ ছাত্তার মেম্বার বাড়ী মাদরাসা থেকে হাফেজ হয়েছে ।

প্রত্যক্ষদর্শী বন্ধুরা জানান,পাঁচ জন বন্ধু মিলে নদীতে সাঁতার কেটে নদী পার হতে ছিলেন,মাঝ নদীতে রাসেল ড্রেজারের নিচে পরে যায়,পরে আর খোঁজে পাওয়া যায়নি। পরে বন্ধুদের কাছে খবর পেয়ে স্থানীয়রা প্রথমে নদীতে অনুসন্ধান চালায় নিখোঁজ হাফেজ রাসেলকে উদ্ধারের জন্য।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান,খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস টংগী থেকে একটি ডুবুরী দল নিয়ে এসে নিখোঁজ রাসেলের অনুসন্ধানে পানিতে নামে । ডুবুরি দলটির প্রায় পৌনে তিন ঘন্টার অভিযানে উদ্ধার করতে পারেনি হাফেজ রাসেলকে।

পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আলো স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসের ডুবুরী দলটি আজকের মত তাদের কার্যক্রম সমাপ্তি ঘোষনা করে। আগামী কাল সকাল থেকে আবার তারা নিখোঁজ রাসেলের সন্ধানে পানিতে নামবে ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থল আমাদের একটি টিম পরিদর্শন করেছে এবং ফায়ার সার্ভিস কর্মীরাও প্রায় তিন উদ্ধারের চেষ্টা করেছে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল আবার উদ্ধার কাজ চলবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: