ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, বাংলাদেশ পৃথিবীর যেকোনো দেশে যেকোনো দুর্যোগে যে আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকে সেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংস্থাপিত করেছেন। তারই ধারাবাহিকতায় তারই সুকন্যা আমাদের দেশরত্ন শেখ হাসিনা তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। সেই লক্ষেই তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য বাংলাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল তুরস্কে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ প্রেরিত সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে পাঠানোর জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের এই উদ্ধারকারী দল প্রস্তুত করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ১২ সদস্যের এই উদ্ধারকারী দল প্রস্তুত করেছেন। তারা বাংলাদেশের হয়ে সেখানে গিয়ে নিজেদের আত্মনিয়োগ করবেন, মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করবেন। এইযে আমাদের হাত বাড়িয়ে দেওয়া সেটা আমাদেরকে আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশও কিন্তু এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে পারে। যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে আমাদের দেশে। তুরস্কে ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে তার থেকে মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হতেও পারে বাংলাদেশ। তার প্রস্তুতি হিসেবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ইতিমধ্যে এর প্রস্তুতি নিয়ে রেখেছে। সেখানে এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন যদি আমাদের হতে হয় তাহলে সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে সে লক্ষে আমাদের উদ্ধারকারী দলের সদস্যরা তুরস্কে গিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করে আসতে পারে।