সবুজ সরকার স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী (সুইপার কলোনী) অভিযান চালিয়ে ১ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২০ ফেব্রয়ারী) রাতে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী (সুইপার কলোনী) অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ শ্রী নয়ন বাসফো (২৫) নামে ১ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত শ্রী নয়ন বাসফো মুকুন্দগাঁতী (সুইপার কলোনী) গ্রামের মৃত কালো বাসফো’র ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই শামীম রেজা, এস,আই মেহেদী ও এ, এস,আই ওবায়দুর রহমানসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে, এসময় বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী (সুইপার কলোনী) থেকে শ্রী নয়ন বাসফো নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা পাওয়া যায়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply