রোকনুজ্জামান (রকু) চৌহালী ( সিরাজগন্জ) প্রতিনিধি : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা সচেতনতায় চৌহালীবাসীকে সচেতন ও প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চৌহালী থানা পুলিশ। চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে থানার এসআই/ এএসআইদের সমন্বয়ে গড়া পুলিশের টিম চৌহালীর জোতপাড়া বাজার সহ অলিগলি ও প্রত্যন্ত এলাকায় ছুটে চলেছেন। করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে চৌহালীর সব বাজারের দোকান পাট বন্ধের ঘোষনা দিয়ে বুধবার সকাল থেকে জোরে সোরে মাঠে নেমেছেন। সামাজিক দুরত্ব বজায় রাখাসহও অন্যান্য রোডে গণ পরিবহন রিক্সা,ভ্যান, সিএনজি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। শুধু মাত্র ঔষধ ও কাঁচা বাজার ছাড়া সব ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করতে বলেছেন। গৃরুত্বপুর্ণ স্থানগুলোতে যেন জন সমাগম বেশী না হয় সে জন্য তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। চলমান প্রানঘাতী করোনা সচেতনতা,প্রতিরোধ ও বাজার পরিছন্নতা মনিটরিং এ তার থানার অন্যান্য পুলিশ অফিসার ও কনস্টেবলদের নিয়ে সর্বদা যে ভুমিকা রাখছেন তা সত্যিই প্রশংসনীয়। ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস সাংবাদিকদের জানান,দিনরাত সমানতালে পরিশ্রম করছে চৌহালী থানা পুলিশ। করোনা বিষয়ে পুলিশ জিরো টলারেন্জে।জনগনের স্বার্থে করোনা ভাইরাস বিষয়ে আমরা বিন্দুমাত্রও আপোষ করতে রাজি নই। শেষে তিনি সবার সহযোগীতা কামনা করেছে৷ চৌহালী থানার ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব এই প্রতিবেদকে জানান,আমাদের থানায় আগত ব্যক্তিদের সাবান দিয়ে হাত পরিস্কার করে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছি এবং পুলিশের টহল অব্যাহত রয়েছে
Leave a Reply