সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কাজিপুর হাসপাতালে চিকিৎসক ও
নার্সদের মধ্যে পি পি ই ও হ্যান্ডগ্লোব বিতরণ করা হয়েছে।করোনাভাইরাস সহ বিভিন্ন
রোগে আক্রান্ত রোগিদের ঝুঁকিমুক্ত পরিবেশে চিকিৎসার জন্য উপরোক্ত সরঞ্জামাদী
মঙ্গলবার সকালে বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সরঞ্জামাদীর মধ্যে ২০ পিস, পি পি ই ও ১শ পিস হ্যান্ড গ্লোব রয়েছে।
প্রয়োজনে আরও সরবহাহ করা হবে জানানো হয়। এস পি গারমেন্টন্স লিঃ এর নির্বাহী প্রকৌশলী এস এম শাহিন আলম টুটুল ব্যাক্তিগত অর্থায়নে সরাঞ্জামাদী গুলো প্রদান করেন। এসময় এস এম শাহিন আলম ছাড়াও
হাসপাতালের পক্ষে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আমিনুর রহমান ,কাজিপুর
সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিপ্লব সরকার,ভয়েস অব কাজিপুরে প্রতিনিধি
আজকার পাইন কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী,শুভগাছা ইউপি সদস্য
জাহাঙ্গির আলম ,পিয়াস প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply